দু'বছর পর দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসে (Republlic Day) যোগদান করছে বাংলা। এবারের থিম 'নারী শক্তি'।
ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর দেবী দুর্গা সেই ক্ষমতায়নেরই প্রতীক। সেই কারণেই এবার ট্যাবলো সেজে উঠবে দুর্গাপূজা ও নারী শক্তির ক্ষমতায়ন দিয়ে।
এবারে বাংলার ট্যাবলোয় থাকবে দুর্গা প্রতিমা, গনেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিকের মূর্তি। থাকবে মঙ্গলঘট। শোনা যাবে ঢাকের বোল এবং চণ্ডীপাঠ। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে।
আরও পড়ুন- আজ নেতাজির ১২৬তম জন্মবার্ষিকী,দেশজুড়ে পালন পরাক্রম দিবস