রাজ্যের দুয়ারে রেশন (Duyare Ration) প্রকল্পকে সবুজ সংকেত দিল দেশের শীর্ষ আদালত। গত সেপ্টেম্বর মাসে রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরপর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার কলকাতা হাইকোর্টের ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে, এবার থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প কার্যকরী করতে আর কোনও বাধা রইল না।
একুশের বিধানসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে সাধারণ মানুষকে আর রেশনের দোকানের লাইনে দাঁড়াতে হবে না। তাঁরা ক্ষমতায় ফিরলেই আমজনতার দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় ফেরার পরই মুখ্যমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা শুরু করেন। রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয় দুয়ারে রেশন।
আরও পড়ুন - দুয়ারে সরকার শিবিরে অভিযোগ পেলে ১৫ দিনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
কিন্তু রেশন ডিলারদের একাংশের অভিযোগ, উপযুক্ত পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাবে এই প্রকল্প বাস্তবায়নে নানা অসুবিধায় পড়তে হয়েছে তাঁদের। এরপর প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিলাররা একটি মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল এই প্রকল্পের আইনি বৈধতা নেই। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার শীর্ষ আদালত সেই রায়ে স্থগিতাদেশ দিল। যার ফলে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার।