আয় বাড়াতে অভিনব উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। এবার থেকে মেট্রো স্টেশন চত্বরেই সিনেমা বা যে কোনও বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান করা যাবে। তবে টাকার বিনিময়ে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, এবার থেকে প্রযোজক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক সহ যে কোনও সংস্থা নিজেদের প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন মেট্রো স্টেশন চত্বর। প্রয়োজনে আমজনতার সঙ্গে আলাপচারিতার জন্য সিনেমার কলাকুশলীরাও যেতে পারেন মেট্রো স্টেশনে (Metro stations)। বলা হয়েছে, যে কোনও জিনিসের প্রচারের জন্যই ব্যবহার করা যাবে মেট্রো স্টেশন। প্রচারের প্রয়োজনে মেট্রো স্টেশন চত্বরে ছোট ছোট কিয়স্ক খোলার অনুমতিও দেওয়া হবে বলে মেট্রো সূত্রে খবর।
আরও পড়ুন: নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগ, বদলি করা হল পুরুলিয়ার জেলাশাসককে
উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম মেট্রোর (Kolkata Metro) সব স্টেশনে প্রচারের কাজে ব্যবহার করা গেলেও কিয়স্কের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। প্রথমত, দমদম মেট্রো (Dumdum Metro) স্টেশনে কিয়স্কের অনুমতি মিলবে না। দ্বিতীয়ত, কিয়স্কের জন্য পাওয়া যাবে ২০ বর্গফুট জায়গা। তবে, তার জন্য দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক চুক্তির ভিত্তিতে দিতে হবে টাকা।
প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন মেট্রোয় (Kolkata Metro)। ফলে এই পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছনো অনেক সহজ হবে বলে আশা করাই যায়। এভাবে প্রচার চললে সিনেমা হোক বা অন্য কোনও জিনিস বিক্রি, সব ক্ষেত্রে ব্যবসা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। পাশাপাশি এতে আয় বাড়বে মেট্রোরও।