আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে বৃহস্পতিবার ফের পথে নামল সিপিআইএমের ছাত্র, যুব মহিলা সংগঠন। এদিন বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছন বাম কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছয় ধর্মতলা।
ধর্মতলার জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আরজি কর কাণ্ডে অপরাধীদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত, রাজ্যজুড়ে বামেদের লাগাতার প্রতিবাদ চলবে। এদিন ধর্মতলায় জনসভায় ধর্মতলা এলাকায় ১৪৪ ধারা জারি করা নিয়ে কটাক্ষ করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, "১৪৪ ধারা জারি করেছে কলকাতা পুলিশ কমিশনার। আগের কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের জন্য রাজ্যজুড়ে আন্দোলন চলে।" বিচার না পাওয়া পর্যন্ত বামেরা রাস্তা ছাড়বে না, আন্দোলন চালিয়ে যাবে। এমনই দাবি বাম নেত্রীর।
মিছিলে এসে বাম নেত্রী দীপ্তিতা ধর জানিয়েছেন, "থ্রেট কালচার, রেপ কালচার এখনও পশ্চিমবঙ্গে চলছে। কল্যাণী মেডিকেল কলেজের কথা আমরা জানি।" এদিন হাওড়া, শিয়ালদহ-সহ একাধিক জেলা থেকে বাম কর্মী সমর্থকরা ধর্মতলায় এসে সমাবেশ করে বাম ছাত্র ও যুবদের মহিলা সংগঠন।
আরজি কর কাণ্ডে অপরাধীদের গ্রেফতার করে যতদিন উপযুক্ত ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি ছাত্র-যুব মহিলা সংগঠনের। পশ্চিমবঙ্গের নারী স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে সওয়াল করেন বামেদের ছাত্র যুব নেত্রীরা।