দীর্ঘদিন ধরেই জেলবন্দি বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ইস্তফা দেওয়া নিয়ে এলাকার মানুষ কী ভাবছেন, তা জানতে চেয়ে রবিবার 'প্রতীকি' গণভোটের আয়োজন করে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই 'প্রতীকি' গণভোটে অংশ নেন প্রায় ৪৬১ জন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর থেকেই তাঁর পদত্যাগ চেয়ে বারেবারে সোচ্চার হয়েছে এলাকার বাম ছাত্র-যুবরা।
এই গণভোটকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই নিবিড় প্রচারে নেমেছিল বাম যুব সংগঠন। লিফলেট-হ্যান্ডবিলির পাশাপাশি সমাজমাধ্যমেও ভোটদানের আহ্বান জানানো হয়। সিপিএমের দাবি, রাস্তার ওপর নেওয়া এই গণভোট আসলে প্রতীকি। ব্যালটেই মানুষ আসল জবাব দেবেন।
গত বিধানসভা ভোটে বেহালা পশ্চিমের ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ১৩ হাজার। সেখানে সিপিএম প্রার্থী নিহার ভক্ত ৪৭ হাজার ৫০৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। আবার ২০২১ সালের ডিসেম্বরেই কর্পোরেশন ভোটে বেহালা পশ্চিম বিধানসভার বেশিরভাগ ওয়ার্ডেই বিজেপিকে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে সিপিএম প্রার্থীরা।