ব্রিগেডের বাম ছাত্র যুব ইনসাফ সমাবেশের শুভ সূচনা হল 'বাংলার মাটি বাংলার জল' গানটি গেয়ে। যে গানটিকে রাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, বাম যুব ছাত্র নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় গানটিকে বিকৃত করেছেন। ব্রিগেডের ইনসাফ মঞ্চে তা অবিকৃতভাবে গাওয়া হয়েছে।
১৯০৫ সালে ব্রিটিশের বঙ্গ ভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই গানটি বেঁধেছিলেন। সেই গানকেই রাজ্য জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দিয়েছিল রাজ্য সরকার। প্রথমে মুখ্যমন্ত্রী গানটিতে কিছু পরিবর্তনের কথা বললেও, শেষ পর্যন্ত সকলের আপত্তির কথা মাথায় রেখে এই গানটি অবকৃত ভাবেই রাখা হয়।
আরও পড়ুন - স্বাস্থ্য পরীক্ষার জন্য ESI হাসপাতালে ধৃত শঙ্কর, ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁর
রবিবার সেই অবিকৃত গান গেয়েই উদ্বোধন করা হল বামেদের ব্রিগেড সমাবেশ। একই সঙ্গে জানানো হয়েছে, এই গানটি সমস্ত পরিকল্পনা মাফিকই নির্বাচন করা হয়েছে।