আরজি করের ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে DYFI-এর মিছিলে ধুন্ধুমার। বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। ছাত্র ও যুব সংগঠনের জেলা দফতরেও ভাঙচুর চালানো অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।
বুধবার আরজি করের ঘটনায় দুর্গাপুরের গান্ধী মোড় থেকে HDM অফিস পর্যন্ত মিছিল ছিল DYFI-এর। মিছিলটি DMC মোড় পর্যন্ত আসার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে ও বোমাবাজি করে বলে অভিযোগ। বেশ কয়েকজন DYFI কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। সিটি সেন্টারে সিপিআইএম পার্টি অফিস বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনেও বোমাবাজি করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়।
দুর্গাপুরে DYFI-এর মিছিলে হামলা নিয়ে ক্ষোভপ্রকাশ DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।