প্রতিষ্ঠা দিবসে খুশির খবর। অবশেষে ইমামির (Emami) সঙ্গে চুক্তি চূড়ান্ত করছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে ৫০ শতাংশ শেয়ারের দাবি করেছিল লাল-হলুদ। কিন্তু ৭৭ শতাংশ শেয়ার ইমামির হাতে তুলে দিতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। ক্লাবের হাতে থাকবে মাত্র ২৩ শতাংশ শেয়ার। মঙ্গলবার গ্র্যান্ড হোটেলে ইমামির চুক্তিপত্রে সই করবে লাল-হলুদ।
ইস্টবেঙ্গল কর্তাদের দাবি ছিল, সংস্থার শেয়ার ৫০-৫০ থাকবে। কিন্তু ইমামি কর্তাদের অবশ্য শুরুতেই জানিয়ে দেন, সমান শেয়ার পাওয়া যাবে না। ইমামির সঙ্গে কথাবার্তা এগোনোর পরেও চুক্তিপত্র তৈরি করা নিয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু শেষে মধ্যস্থতাকারীর উপস্থিতিতে ঠিক হয় চুক্তিপত্র। সেখানো জানানো হয়, ইস্টবেঙ্গল কর্তাদের দাবি যেমন মানা হবে না, ইমামিরও দাবি থেকে কিছুটা সরে আসতে হবে।
আরও পড়ুন: মরণ বাঁচনের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করল ভারত
মঙ্গলবার অবশেষে চুক্তিপত্রে স্বাক্ষর করবে ইমামি ও লাল-হলুদ কর্তৃপক্ষ। উপস্থিত থাকার কথা ছিল দলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের। কিন্তু ভিসার সমস্যা থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।