বছরের শুরুতেই নতুন রেকর্ড তৈরি করল কলকাতা মেট্রো। এবার কলকাতা বইমেলাকে কেন্দ্র করে তৈরি হল এই নয়া রেকর্ড। গত ১৮ তারিখ থেকে সল্টলেকের করুণাময়ীতে শুরু হয়েছে এই বছরের বইমেলা। তাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হিসাব, এরজন্য তাদের যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ১৮ শতাংশ। পরিসংখ্যানে দাবি, সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি এই করিডরে যাত্রী সংখ্যা ছিল ৪৫ হাজার ৫১১ জন।
বইমেলাকে কেন্দ্র করে যেমন যাত্রী বেড়েছে, তেমনই বেড়েছে আয়ও। এমনটাই দাবি করেছে মেট্রো রেল। হিসাব বলছে, সোমবার একদিনে ইস্ট-ওয়েস্টের আয় হয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৫৫৭ টাকা। এই বছর বইমেলার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাতেই ফলও পাচ্ছে মেট্রো।
মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বই মেলার পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুশি। সোম থেকে শনি ১০৬টি মেট্রো চলানোর বদলে চালানো হচ্ছে ১২০টি মেট্রো। রবিবারও মিলছে পরিষেবা। রাত ১০টা পর্যন্ত পাওয়া যাচ্ছে পরিষেবা।