যেন স্বপ্ন। গঙ্গার তলা দিয়েই মাত্র ১২ মিনিটে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পৌঁছে যাওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পা রেখেই। দেশের প্রথম মেট্রো রেল পেয়েছিল কলকাতা। সেই মেট্রোই জুড়ল তিলোত্তমার মুকুটে আরও এক নতুন পালক। জলের তলা দিয়ে দেশের প্রথম মেট্রো রেল ছুটবে কলকাতায়। যেন অসাধ্য সাধন। বৃহস্পতিবার হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান।
ইস্ট ওয়েস্ট মেট্রো যেন স্বপ্নের সফর। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে মেট্রো পৌঁছবে এসপ্ল্যানেড। মেট্রো কর্তৃপক্ষ বলছেন, এটা টেস্ট রান। হাওড়া ময়দানের পর মেট্রো কোন স্টেশনে না দাঁড়িয়ে সোজা পৌঁছাবে এসপ্ল্যানেড। এই যাত্রাপথে হাওড়া ময়দানের পর হাওড়া তারপর গঙ্গার নীচ দিয়ে মহাকরণ হয়ে এসপ্ল্যানেড।
রেল সূত্রে খবর, খুব বেশি সময় লাগবে না যাত্রী পরিষেবা শুরু হতে। চলতি বছরের শেষ কিংবা ২০২৪ সালের গোড়াতেই চালু হয়ে যাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন হয়ে ময়দানে যাওয়ার মেট্রো।