দেশে প্রথম মেট্রো পরিষেবা কলকাতাতেই শুরু হয়। এবার প্রথম নদীর নিচে মেট্রো পরিষেবা। সেটিও প্রথম কলকাতাতেই। ইস্ট-ওয়েস্ট মেট্রো তাই গোটা দেশের কাছেই চমক। এই মেট্রো প্রকল্প তৈরি করতে এখনও পর্যন্ত ১২০ কোটি টাকা খরচ হয়েছে। নদীর নিচে ৫২০ মিটার লম্বা টানেল তৈরি হয়েছে। সুড়ঙ্গ পেরোতে ৪৫ সেকেন্ড লাগবে।
ইতিমধ্যেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চালু হয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন। এই টানেলের কাজ শেষ হয়ে গেলে, হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে অসুবিধা থাকবে না নিত্যযাত্রীদের। গঙ্গার নিচে এই লম্বা এই টানেলের কাজ বেশ কয়েকবছর ধরে চলছে। আশা করা হচ্ছে, এ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে টানেল তৈরির কাজ শেষ হয়ে যাবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন তৈরি করতে গেলে, গঙ্গার নিচে টানেল ছাড়া আর কোনও বিকল্প ছিল মেট্রো কর্তৃপক্ষের। তাই মেট্রো কর্তৃপক্ষ এমনই ব্যবস্থা করে। হাওড়া থেকে শিয়ালদহ যেতে কম করে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা লেগে যায়। এই নতুন মেট্রো রুট তৈরি হয়ে গেলে অনেক কম সময় রাজ্যের দুই বড় স্টেশনে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা।