প্রতীক্ষার অবসান। আজ, সোমবার বিকেলে উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের। এদিন হাওড়া থেকে এই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। গত কয়েকদিন ধরে এই স্টেশনের উদ্বোধন ঘিরে কম চাপান-উতোর হয়নি।
কী থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে ? মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, স্টেশন চত্বরে থাকছে মোট ৯টি সিঁড়ি। সঙ্গে ১৮টি চলমান সিঁড়ি। পাঁচটি লিফটের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া থাকছে ২৭টি টিকিট কাউন্টার, পাঁচটি টিকিট ভেন্ডিং মেশিন। তিনটি গেট দিয়ে যাত্রীরা মূলত যাতায়াত করতে পারবেন। এই স্টেশনকে আয়ারল্যান্ড স্টেশনও বলা হচ্ছে। কারণ, দু দিক থেকেই প্ল্যাটফর্মে নামতে পারবেন যাত্রীরা।
১৪ জুলাই থেকে সাধারণ যাত্রীদের নিয়ে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। মেট্রো রেলের দাবি, নিয়মিত পরিষেবা শুরু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার পর্যন্ত যাত্রী হতে পারে এই রুটে। ২১ মিনিটের এই যাত্রাপথে ভাড়া ধার্য করা হয়েছে ১০ টাকা।