অভিযোগ অনেক। সময় না চলার। সংস্কার কাজ একবার শুরু হলে, শেষ না হওয়ার। তবুও বছর শেষে আস্থা সেই রেলের উপর। তার প্রমাণ এক অর্থবর্ষে পূর্ব রেলের রাজকোষ। ২০২৩-২৪ অর্থ বর্ষে শুধু মাত্র যাত্রী পরিষেবা দিয়ে রেলের আয় হয়েছে প্রায় ৩৬০০ কোটি টাকা। যা গত অর্থ বর্ষের থেকে নয় শতাংশ বেশি। এমনটাই জানিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। গত এপ্রিল মাসে প্রায় ১০৭৩ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল। যা একটি উল্লেখযোগ্য রেকর্ড।
হিসাব বলছে, শুধুমাত্র শহরতলির পরিষেবা থেকে পূর্ব রেল আয় করেছে ৬৩৬ কোটি টাকা। রোজ শহর ও শহরতলির ট্রেন কত মানুষ যাতায়াত করেন ? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই অর্থ বর্ষে পূর্ব রেলে সওয়ারি ছিলেন প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার। যার মধ্যে শহরতলির যাত্রী সংখ্যা সবচেয়ে বেশি।
গত কয়েকদিন ধরেই প্রবল দাবদাহে অস্থির হয়েছে রাজ্যের পরিস্থিতি। তার জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠানে আগাম ছুটি ঘোষণা করা হয়েছে। তাতেও রেলের আয়ে টোল পড়েনি বলেই দাবি করা হয়েছে।