২৬ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট। সন্ধ্যা ছটায় শেষ হবে ভোট পর্ব। তারপর রাত সাড়ে সাতটা থেকে শুরু হবে আইপিএলের আনন্দ। ওই দিন ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। আর এই ম্যাচকে মাথায় রেখে এবার রাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, ম্যাচের দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপঘাট থেকে একটি ট্রেন ছাড়বে। যাবে বারাসত পর্যন্ত। মধ্যরাতে আরও একটি ট্রেন ছাড়বে যাবে বারুইপুর পর্যন্ত। দুটি ট্রেনই ১২ বগির বলে জানিয়েছে পূর্ব রেল।
২৬ এপ্রিলের পর কলকাতায় নাইটরা খেলবে ২৯ এপ্রিল এবং ১১ মে। ওই দু দিনই একই রুটে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। পূর্ব রেলের তরফে এই ঘোষণার পর স্বাভাবিক ভাবেই খুশির বন্যা বয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।