নিউটাউনের একটি আবাসন থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার ইডির। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম সন্তোষ যাদব ও সাগর যাদব।
বৃহস্পতিবার কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দেয় ইডি। ১ কোটি ৮৫ লক্ষ টাকার নগদ উদ্ধার করেছিল। এই ঘটনায় এবার নিউ টাউনে থেকে ২ জন ইডির জালে ধরা পড়লেন।
গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগ জমা পড়ে ঝাড়খণ্ডে। বৃহস্পতিবার শহরের একাধিক এলাকায় হানা দেয় ইডি। কেষ্টপুরে যে বাড়িতে হানা দিয়েছিল, বাড়ির মালিকের নাম রবিন। তিনি কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছে।