শিক্ষা দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্যরাজনীতি। এর মধ্যেই সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাজেয়াপ্ত সম্পত্তির হিসেব দিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর,তাঁদের দু'জনের মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
আগেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে দফায় দফায় মোট ৪৯.৮০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, এছাড়াও পার্থ ও তাঁর সহযোগীর ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা-দানার বাজার মূল্য ৫.০৮ কোটিরও বেশি। সব মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি। এই মোট সম্পত্তির মধ্যে ৪৮.২২ কোটি টাকার মধ্যে ৪০টি স্থাবর সম্পত্তি রয়েছে। যার মূল্য ৪০.৩৩ কোটি টাকা। এছাড়াও ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে রয়েছে ৭.৮৯ কোটি টাকা।
পার্থ-অর্পিতার গ্রেফতারের ৫৮ দিনের মাথায় আজ আদালতে প্রথম চার্জশিট পেশ করে ইডি। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জাল গোটাতে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে হাজার হাজার পাতার চার্জশিট তৈরি করেছে ইডি। এদিন দু'টি ট্রাঙ্কে করে ওই চার্জশিট ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়।