কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকার লেনদেন। সেই টাকা কীভাবে এসেছে, তা খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে কুন্তলের আইনজীবী জামিনের আবেদন করেন। ইডি জামিনের বিরোধিতা করে রিমান্ড কপিতে জানিয়েছে, নিজের দুটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকা ফেলেন কুন্তল। এরপর সেই টাকা কিছুক্ষণের মধ্যে অন্য অনেক অ্য়াকাউন্টে পাঠানো হয়। এই টাকার উৎস কী! আদালতে এই তথ্য জানিয়ে কুন্তলকে জেল হেফাজতে জেরা করার আবেদন করেন ইডির আইনজীবী।
আদালতে কুন্তল ঘোষের আইনজীবী বলেন, ১৪দিন হয়ে গেলেও তাঁর মক্কেল ইডি হেফাজতে রয়েছেন। তারপরও তদন্তে অগ্রহতি হয়নি। এবার কুন্তলকে জামিন দেওয়া হোক।