শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও গতি বাড়াচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ২০১১ থেকে টেটের সব নিয়োগের নথি খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। ১ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সেই নথি চেয়ে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ইডির জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে এই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপও শুরু করে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে পর্ষদ। টেটের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, তাঁদের রোল নম্বর, কোন স্কুলে নিয়োগ, সব খতিয়ে দেখবে ইডি।
আরও পড়ুন: রনভিরের নগ্ন ফটোশুটের ছবি কারা ভাইরাল করল? অভিনেতার বয়ান নিয়ে হৈচৈ
প্রসঙ্গত, এর আগে একাধিকবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলির থেকে নথি তলব করা হয়েছিল। এবার ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে।