পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে দরাজ সার্টিফিকেট। শুক্রবার ম্যারাথন ১৪ ঘণ্টা জেরার পর এই সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। ইডি সূত্রে দাবি করা হয়েছে, তল্লাশির সময় যাবতীয় নথি দিয়েছে তাদের সাহায্য করেছেন সুজিত বসু। এমনকী ইডির নির্দেশ পাওয়ার পর যাবতীয় কর্মসূচি বাতিল করে বাড়িতেই ছিলেন রাজ্যের মন্ত্রী।
পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুক্রবার দমকল মন্ত্রী এবং বরাহনগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ১২ ঘণ্টা তল্লাশির পর তৃণমূল বিধায়ক তাপস রায় দাবি করেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন। পুরসভার এই হালের জন্য শুক্রবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তোলেন সুজিত বসু।
সুজিতের অভিযোগ, তৃণমূলে থাকার সময় রাজ্যের প্রতিটি পুরসভা থেকেই কাটমানি তুলেছিলেন শুভেন্দু। পুর নিয়োগ দুর্নীতির ঘটনায় শুক্রবার তল্লাশি চালানো হয়েছে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও।