বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)ও অর্পিতা মুখোপাধ্যায়কে। তার আগে এদিন প্রায় সাড়ে চার ঘণ্টা জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে বুধবার প্রেসিডেন্সি জেলে যান ইডি আধিকারিকরা (ED Officers)। দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢোকেন তাঁরা। প্রেসিডেন্সির বিশেষ সংশোধনাগারে দীর্ঘক্ষণ জেরা করা হয় তাঁকে। আদালতে পেশ করার আগে এই জেরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুরে আলিপুরের মহিলা সংশোধনাগারে যান ইডি আধিকারিকরা। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় এসএসসি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কে। সূত্রের খবর, এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে অর্পিতার বক্তব্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য মিলিয়ে দেখেছেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার আদালতে পার্থ ও অর্পিতাকে ফের হেফাজতে চাইতে পারে ইডি।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৩ ইডি আধিকারিক
নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, ২০১২ সাল থেকে পার্থ ও অর্পিতার মধ্যে যোগসাজশ শুরু হয়। যৌথ মালিকানার সম্পত্তিও পাওয়া গিয়েছে। একটি সংস্থার খোঁজও পাওয়া গিয়েছে। সংস্থার নাম অপা ইউটিলিটি সার্ভিসেস। যেখানে দুজনের সমান অংশীদারিত্ব আছে। ওই সংস্থার নামে বেশ কিছু সম্পত্তি কেনা হয়েছিল বলেও জানা গিয়েছে। সব কিছু নিয়ে আরও গভীরে তদন্ত চালাতে পারে ইডি।