স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি ঠিক কোথায় লুকিয়ে আছে, তা খুঁজতে আরও তৎপর হল ইডি। তাঁদের নজরে উঠে এল তিনটি সংস্থার নাম। সূত্রের খবর এই তিনটি সংস্থা হল ইঞ্জিনিয়ারিং, ট্রেডিং এবং বিনোদন মূলক সংস্থা। ইডির দাবি, ওই তিনটি সংস্থাই ভুয়ো। ওই সংস্থাগুলির ডিরেক্টর ছিলেন এই ঘটনায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়। একটি কোম্পানির ঠিকানা অর্পিতার ডায়মন্ড সিটির ঠিকানাতেই। অন্য দুটি একটি বেলঘরিয়ায় এবং অন্যটি রাজডাঙায় ঠিকানা ছিল বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। প্রাথমিক ভাবে ইডির দাবি, এই তিনটি ভুয়ো সংস্থার নাম করেই বাজার থেকে টাকা তোলা হয়ে থাকতে পারে।
শুক্রবার অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। যার ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয়েছে রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কে।
এদিন ব্য়াঙ্কশাল আদালতে ইডি জানিয়েছে, অর্পিতার বাড়ি থেকে নগদ মোট ২১ কোটি ৯০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এরসঙ্গে মিলেছে, বিদেশি মুদ্রা ও প্রচুর পরিমাণে সোনার গয়না। এছাড়াও বেশ কিছু বেনামি দলিল।