নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের (Tapas Mondal) ১২টি ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) লেনদেন বন্ধের জন্য চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। এর মধ্যে তাপসের ব্যক্তিগত অ্যাকাউন্ট, কলেজ সংগঠন এবং সংস্থার অ্যাকাউন্ট রয়েছে। ইডি সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের 'ঘনিষ্ঠ' তাপসের অ্যাকাউন্টগুলির মাধ্যমেই মানিক পুত্রের সংস্থার সঙ্গে লেনদেন চালানো হয়েছিল।
জানা গিয়েছে, তাপসের ব্যক্তিগত, কলেজ সংগঠন এবং সংস্থা এই তিনটি ক্যাটাগরিতে কমপক্ষে দুটি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই সব অ্যাকাউন্টগুলিতে কয়েক লক্ষ টাকা রয়েছে। এই অ্যাকাউন্টগুলির স্টেটমেন্ট খতিয়ে দেখছেন আধিকারিকরা। জানার চেষ্টা করা হচ্ছে আয়ের উৎস।
আরও পড়ুন - 'রাজ্যপাল বিজেপি ক্যাডার' , মুখপত্রে নতুন আনন্দের সমালোচনায় তৃণমূল