রক্ষাকবচ চেয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট এবিষয়ে সরাসরি কোনও নির্দেশ না দিলেও ইডি মৌখিকভাবে জানিয়েছিল,অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এবার আধিকারিকদের জন্য রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ED। সেই মামলার শুনানিতে ইডিকেও মৌখিক আশ্বাসবানী দিয়েছে আদালত। হয়রানি করতে বারণ করা হয়েছে।
চাকরি দুর্নীতি মামলায় লিপস অ্য়ান্ড বাউন্সের অফিসে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা ED। সেসময় ওই অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন এক তদন্তকারী অফিসার। সেনিয়ে অভিযোগও দায়ের হয়েছে লালবাজারে। ওই অভিযোগের ভিত্তিতে কোনও আধিকারিকের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ না নেওয়া হয় তার জন্যই আদালতে রক্ষাকবচ চেয়েছিল ED।
বৃহস্পতিবার সকালেই হাইকোর্টে দারস্থ হয়েছিল তারা। এবিষয়ে আদালতের বাইরে ED-র আইনজীবী ধীরজ ত্রিবেদি জানিয়েছেন, বাংলায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হয়রানির শিকার হতে হচ্ছে ED কর্তাদের। এমনকী বারবার ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
Read More- ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে হাসি মার্কিন পুলিশের, ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দা ভারতের
এপ্রসঙ্গে আদালতে ED জানিয়েছে, অতীতে বিচারপতি নির্দেশ দিয়েছেন ওই ১৬টি ফাইল নিয়োগ দুর্নীতি তদন্তে কোনওভাবেই গ্রাহ্য হবে না। কিন্তু কলকাতা পুলিশ তারপরেও হেনস্থা করছে।