নিয়োগ দুর্নীতি-কাণ্ডে উঠে আসা আর এক 'রহস্যময়ী' সোমা চক্রবর্তীর (Soma Chakroborty) সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে অভিযুক্ত যুব নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। ইডি সূত্রে খবর, সোমা জানিয়েছেন ব্যবসার জন্য তাঁকে ঋণ দিয়েছিলেন কুন্তল। যদিও যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেছেন, তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনেন না।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২০ সাল থেকে সোমা চক্রবর্তী নামক ওই মহিলার সঙ্গে বেশ কয়েকবার আর্থিক লেনদেন চালান কুন্তল। কুন্তল ধাপে ধাপে প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও জানিয়েছে ইডি। ধৃত বলাগড়ের তৃণমূল যুবনেতার ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখেই সোমাকে তলব করে ইডি।
আরও পড়ুন - দলে নেতিবাচক প্রভাব পড়বে, কৌস্তভ বাগচির গ্রেফতারির বিরোধিতা কুণাল ঘোষের
শুক্রবার দীর্ঘ ছ ঘন্টা কুড়ি মিনিট ধরে সোমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমার বয়ান রেকর্ড হয়েছে বলেও জানা গিয়েছে। সোমা এবং কুন্তলের মধ্যে লেনদেন হওয়া টাকার উৎস এবং গন্তব্য খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।