ভুবনেশ্বরের এইমস পার্থ চট্টোপাধ্য়ায়কে ফিট সার্টিফিকেট দিয়েছে। তাই আর স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থকে জেরার করার ব্যাপারে আর দেরি করতে চায় না ইডি। সূত্রের খবর, ইতিমধ্য়ে পার্থকে জেরার জন্য বেশ লম্বা একটা প্রশ্ন পত্র সাজানো হয়েছে। ইডির সম্ভাব্য় ওই প্রশ্ন পত্রে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর।
গত শুক্রবার দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি আবাসন থেকে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এই ঘটনায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কে। সূত্রের খবর, বিমানবন্দর থেকে সিজিওতে আনার পর থেকেই পার্থকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। রাজ্য়ে দু দফায় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ইডির সম্ভাব্য প্রশ্নে, তাঁর সময় কত শিক্ষক নিয়োগ করা হয়েছিল, এবং তাতে পার্থর কী ভূমিকা ছিল তা-ও নাকি জানতে চাওয়া হয়েছে ?
এছাড়াও, উপদেষ্টা কমিটির গঠন-সহ মন্ত্রী-বিধায়করা পার্থকে চাকরিপ্রার্থীর নামের তালিকা পাঠাতেন কীনা, তাও নাকি রয়েছে এই সম্ভাব্য প্রশ্নমালায়। তবে, ঘটনার দিন থেকে একটি ব্য়াপারে ইডি বারবার দাবি করেছে, টাকা উৎস্য কোথায়, সেটাই এখন তারা বার করতে চায়। তাই স্বাভাবিক ভাবে পার্থকে জেরায় যে অর্পিতা প্রসঙ্গ উঠে আসবে, এটা বলাই বাহুল্য। তাই উঠে আসতে পারে কী ভাবে অর্পিতার বাড়িতে শিক্ষা দফতরের সরকারি খাম আর পার্থর বাড়িতে অর্পিতার সম্পত্তির দলিল সেই প্রশ্ন।