বেলঘড়িয়ার রথতলা ক্লাব টাউন আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে দফায় দফায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। উদ্ধার হয় প্রায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। পাওয়া যায় একাধিক সোনার বাট, গয়না, বিষ্ণুমূর্তি-সহ আরও অনেক জিনিস। এই ঘটনার পরই ওই আবাসনের সম্পাদককে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন ইডি আধিকারিকরা। ফলে আজ সম্পাদক অঙ্কিত চৌগাড়িয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, আবাসনের বিভিন্ন নথি চেয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। সেই মতো অঙ্কিত চৌগাড়িয়া আবাসনের সমস্ত নথি ও কাগজপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেবেন। তদন্তের জন্য ইডি আধিকারিকদের সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- Madan Mitra : 'বান্ধবী ছাড়া জীবন মরুভূমি!' পার্থ প্রসঙ্গে অকপট মদন মিত্র
অর্পিতার ফ্ল্যাটে আসলে কারা কারা আসতেন, তা খতিয়ে দেখছে ইডি। ফ্ল্যাটের শৌচাগারের দেওয়াল থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। সেই টাকার উৎস জানতে চাইছেন তদন্তকারীরা। অঙ্কিতের কাছ থেকে এর আগেও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা। আগে অঙ্কিত দাবি করেছিলেন, বেলঘরিয়ার ওই আবাসনে যেতে সাংসদ সৌগত রায়। এই তত্ত্বও এবার খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।