পুরসভায় নিয়োগ দুর্নাীতির তদন্তে তথ্য নিয়ে এবার সময় বেঁধে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মোট ১২টি পুরসভার কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই তথ্য চাওয়া হয়েছে। গত মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এক মামলায় প্রশ্নের মুখে পড়তে চলেছিল কেন্দ্রীয় এজেন্সিকে। এত গুরুত্বপূর্ণ তদম্তদের দায়িত্ব নেওয়ার পর তার অগ্রগতি কোথায় ? আদালত আরও জানতে চায় পঞ্চায়েত ভোটের পর হঠাৎ করে এই তদন্ত ঘুমিয়ে পড়ল কেন ?
ওয়াকিবহাল মহলের মতে, আদালতের এই গুঁতোর পরেই বৃহস্পতিবার রাজ্যের ওই ১২টি পুরসভার থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। ওই ১২টি পুরসভার মধ্যে রয়েছে দমদম, কামারহাটির মতো পুরসভা গুলি রয়েছে। গত ৯ বছর ধরে কী ভাবে নিয়োগ হয়েছে, সেই তথ্যই চাওয়া হয়েছে।
আরও পড়ুন : পুর-দুর্নীতির তদন্তে আজ সুজিত বসুর হাজিরা, সিবিআইতে কি যাবেন মন্ত্রী ?
এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন এই ঘটনায় ধৃত হুগলির প্রোমোটার অয়ন শীলের হিসাবরক্ষক। এই অয়নের বাড়ি থেকেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির যাবতীয় তথ্য উদ্ধার হয়েছিল। তাকে জেরা করেই রাজ্যের পুরসভা গুলিতে নিয়োগ দুর্নীতির তথ্য প্রথম জানতে পারে কেন্দ্রীয় এজেন্সি।