পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গেলেন ৩ ইডি আধিকারিক। মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে এসেছে ইডির। এবার তা নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা।
এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, তার আগে প্রমাণ মজবুত করতেই বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হবে। মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা করেন ইডি আধিকারিকরা। গ্রেফতার করার পর অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫১ কোটি টাকা উদ্ধার করে ইডি। ইডি সূত্রে খবর, এবার উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে জেরা করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।
বুধবারই আদালতে পেশ করা হবে এসএসসি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। তদন্তে সহযোগিতা না করার জন্য গত সপ্তাহে গ্রেফতার করে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি কার নির্দেশে হয়েছিল, তা নিয়েও প্রশ্ন করা হয় তাঁদের। কিন্তু সন্তোষজনক উত্তর দেননি তাঁরা। এদিন আদালতে তাঁদের আরও কিছুদিন জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই।