তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের পাঠানো নথি দেখে খুশি হতে পারছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। সূত্রের দাবি, তৃণমূল নেত্রীর আয় ও ব্যয়ের সঙ্গে হিসাব আপাতত খতিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত ভোট নিয়ে তিনি ব্যস্ত। এই দাবি করেই বুধবার তাঁর যাবতীয় নথি আইনজীবী মারফৎ ইডির কাছে পাঠিয়েছিলেন সায়নী ঘোষ। মূলত তাঁর দুটি ফ্ল্যাটের নথি খতিয়ে দেখতে চেয়েছিল ইডি। সূত্রের দাবি, আইনজীবী মারফৎ ফ্ল্যাটের নথিই নাকি পাঠিয়েছিলেন সায়নী। কিন্তু সেই নথি নাকি সন্তুষ্ট করতে পারেনি ইডি কর্তাদের। ফলে সূত্রের দাবি, তৃণমূল যুবনেত্রীকে ফের ডেকে জেরা করতে চান ইডি কর্তারা।
এই তদন্তে যুবনেত্রীর দুটি ফ্ল্যাট নিয়ে মূলত প্রশ্ন তুলেছেন ইডির কর্তারা। গল্ফগ্রিন এলাকায় সায়নী ঘোষের দুটি ফ্ল্যাট রয়েছে বলেই দাবি করা হয়েছে। ইডির দাবি, এর মধ্যে একটি ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লক্ষ টাকা। ফ্ল্যাটটি কেনার জন্য সায়নী ২০ লক্ষ টাকা নগদ দিয়েছিলেন। বাকি ৬০ লক্ষ টাকার জন্য একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছিল। বুধবার আইনজীবীর হাত দিয়ে ফ্ল্যাটের যাবতীয় নথি পাঠানো হয়েছে বলে সায়নীর তরফে দাবি করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথি থেকেই এই তদন্ত উঠে এসেছে সায়নী ঘোষের নাম। ইতিমধ্যেই একবার ইডিতে হাজিরা দিয়েছিলেন তিনি। তাঁকে ১১ ঘণ্টা জেরাও করা হয়েছিল। বর্ধমানের গলসিতে প্রচারে গিয়ে সায়নী জানিয়েছেন, ভোট মিটলেই তিনি ফের ইডিতে গিয়ে হাজিরা দেবেন। বৃহস্পতিবার শেষ হচ্ছে পঞ্চায়েতের প্রচার।