প্রায় ২৪ ঘন্টা হতে চললেও এখনও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন ইডির তদন্তকারীরা। শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিলেন ইডির আধিকারিকেরা। তারপর থেকে শনিবার ভোর পর্যন্তও মন্ত্রীর বাড়ি থেকে বেরোননি তাঁরা। রাতে মাঝেমধ্যে পার্থের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন তাঁর আইনজীবী অনিন্দ্য রাউত। কিন্তু তাঁর মক্কেলকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ নিয়ে বিশদে কিছু জানাননি তিনি।
সূত্রের দাবি, ইডির তল্লাশি আর জিজ্ঞাসাবাদের মধ্যে নৈশভোজ করেননি পার্থ। শুধু চা-বিস্কুট খেয়েই রয়েছেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতেই আইনজীবীদের সামনে বসে সেই সব নথিতে সই করেছেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুন- ED Recovered 20 Crore Rupees: কলকাতার আবাসন থেকে উদ্ধার কমপক্ষে ২০ কোটি টাকা, দাবি ইডির আধিকারিকদের
প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১০ টা নাগাদ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর বহর নিয়ে তাঁর বাড়িতে পৌছলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চলীয় এক কর্তা। এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।