ফ্ল্যাটের পর এবার অর্পিতার কোম্পানিতে তল্লাশি ইডির। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির তদন্তে মঙ্গলবার গ্রেফতার অর্পিতা মুখোপাধ্য়ায়কে দীর্ঘ জেরা করে ইডি। তারপর বুধবার সকাল থেকেই শুরু হয়েছে নতুন করে তল্লাশি। এদিন ইডির একটি দল হানা দেয় দক্ষিণ কলকাতার কসবায়। রাজডাঙা অঞ্চলে ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’ নামে একটি সংস্থার অফিস। ইডির দাবি, ওই সংস্থাটি অর্পিতা মুখোপাধ্য়ায়ের। ওই সংস্থার আর্থিক লেনদেন খতিয়ে দেখা হতে পারে।
স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতার নামে তিন কোম্পানির সন্ধান পেয়েছিল ইডি। প্রাথমিক ভাবে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল, তিনটি কোম্পানি ভুয়ো। যার ডিরেক্টর পদে নাম ছিল অর্পিতার। ইডির দাবি, সেই তিনটি কোম্পানির মধ্যে একটি হল এই ইচ্ছে ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’। ইতিমধ্য়েই এই সংস্থার ঠিকানা চুরি করা হয়েছে বলে স্থানীয় এক ব্যক্তির অভিযোগ।
ইডি সূত্রে এদিন দাবি করা হয়েছে, কসবায় অর্পিতার এই সংস্থার খোঁজ মেলে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই। গত শুক্রবার তল্লাশির সময় এই সংস্থার নথি উদ্ধার করা হয়। সেই সূত্র ধরেই এদিন কসবায় অর্পিতার অফিসে হানা দিল ইডি।