গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। শনিবার সকালে তার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। বাড়ির খাটের তলা থেকে উদ্ধার ৫০০ টাকা ও ২০০০ টাকার নোটের একাধিক বান্ডিল। টাকা গুণতে ব্যাঙ্কের আধিকারিকদের ডেকেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এদিন সকাল থেকে শহরের একাধিক স্থানে হানা দেয় ইডি। পার্ক স্ট্রিটের ম্যাকলয়েড স্ট্রিট, গার্ডেনরিচ, মোমিনপুরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, নিসারের বাড়ি থেকে উদ্ধার ওই অর্থ বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। ঠিক কত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তা গোণার পরই জানা যাবে। ইতিমধ্যেই বাড়িতে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে নিসারের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
শনিবার সকালে গার্ডেনরিচে ব্যবসায়ী নিসার খানের বাড়িতে এত পরিমাণ টাকা উদ্ধার হয়। ইডির আরও আধিকারিকরা এই বাড়িতে এসে উপস্থিত হন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও আরও তল্লাশি চলে। ওই টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা।