ED raids in Arpita's Parlours: মাদুরদহ-পাটুলি-রাসবিহারী এলাকায় একযোগে তল্লাশি ইডির, কী জানালেন অর্পিতা?

Updated : Aug 09, 2022 15:25
|
Editorji News Desk

মঙ্গলবার সকাল থেকেই ফের অর্পিতার একাধিক ফ্ল্যাটে একযোগে তল্লাশি ইডি আধিকারিকদের। সূত্রের খবর, অর্পিতাকে জেরা করেই বেশ কয়েকটি অভিজাত আবাসনে  ফ্ল্যাটের সন্ধান মিলেছে। মঙ্গলবার একদিকে যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে তখন সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি-র বেশ কয়েকটি টিম। মাদুরদহের একটি ফ্ল্যাট থেকে দুটি ফাইল উদ্ধার হয়েছে, অন্যান্য আবাসনে কোনও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় কি না, তার জন্য তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার সিল করে দেওয়া হয় রাজডাঙার ‘ইচ্ছে’।

জানা গিয়েছে, মাদুরদহ-লেক রোড-পণ্ডিতিয়া রোড-পাটুলিতে একযোগে হানা দেয় ইডি। ১০৮ নম্বর ওয়ার্ড পাটুলির ওই এলাকায় আগেই অর্পিতার একটি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছিল। এদিন ফের আরও একটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে ইডি। পূর্বায়ন আবাসনের সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুটি ফাইল উদ্ধার করা হয়েছে। আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত কয়েক মাসে বেশ কয়েকবার ওই ফ্ল্যাটে এসেছিলেন অর্পিতা। দুটি ফাইলের সঙ্গে মোটা বই বা ডায়েরির মতো কিছু উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন- Arpita Mukherjee : তাঁর অনুপস্থিতিতে রাখা হয় টাকা, দাবি অর্পিতার

ইডি সূত্রে জানা গিয়েছে, পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসন ফোর্ড ওয়েসিসের ব্লক ৬-এর ৫০৩ নম্বর ফ্ল্যাটটি কোনও শিল্পপতির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। তবে ওই আবাসনের নিরাপত্তা কর্মীর দাবি, তিনি এখানে গত ১০ বছর ধরে কাজ করছেন। ফ্ল্যাটটি বরাবর বন্ধ থাকতেই দেখেছেন তিনি। পার্থ, অর্পিতা বা অন্য কাউকে কখনও আসতে দেখেননি।

Partha Chatterjee ArrestED RAIDkolkataArpita Mukherjee

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি