নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের তল্লাশি অভিযান। বুধবার সল্টলেকের একটি আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের কর্মী অর্ণব বসুর বাড়িতে হানা দেওয়া হয়েছে। সল্টলেকের এসি ব্লকে বুধবার দুপুরে আসেন ইডির কর্তারা। নিয়োগ দুর্নীতি কাণ্ডেই ইডির এই অভিযান বলে মনে করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। জেলে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে আছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য, যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দোপাধ্যায়।