অবশেষে গণনা শেষ হল। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি থেকে উদ্ধার হল সাড়ে ১৭ কোটি টাকা। সকাল থেকে টানা রাত পর্যন্ত টাকা গোনা মেশিন এনে ইডি কর্তারা এই টাকা উদ্ধার করেছেন। অন লাইনে গেমিং অ্যাপ থেকে প্রতারণার ঘটনায় এখনও গ্রেফতার করা যায়নি মূল অভিযুক্ত আমির খানকে। তার বিরুদ্ধেই পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তিনটি দলে ভাগ হয়ে কলকাতার তিন জায়গায় হানা দিয়েছিল ইডি। এরমধ্যে ছিল বন্দর এলাকা গার্ডেনরিচ। শাহি আস্তাবল গলির বাসিন্দা নিসার আহমেদ খান। পেশায় তিনি পরিবহণ ব্যবসায়ী। তাঁর ছেলে আমির খান। বাড়ির খাটের তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিকে প্যাকেটে বাঁধা নোটের তারা। এরমধ্যে যেমন ২০০০, ৫০০ আছে। তেমনই আছে ১০০ ও ৫০ টাকা বান্ডিল। নোট গুনতে খবর যায় ব্যাঙ্কে। আটটি মেশিন এনে শুরু হয় গণনা।
দুপুর গড়িয়ে বিকেল। এদিকে তখন চর্চা শুরু হয় আমির কী পার্থ-অর্পিতাকেও ছাপিয়ে যাবে ? পারবে কী গার্ডেনরিচ গত কয়েকদিন আগের টালিগঞ্জ এবং বেলঘরিয়াকে ছাপিয়ে যেতে। না পারল না। রাত আটটার কিছু পরে সাড়ে ১৭ কোটিতে থামল আমিরের আমিরি। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে জালি গেমিং অ্যাপ তৈরি করে লোক ঠকিয়েছে ব্যবসায়ীর ছেলে।