বৃহস্পতিবার জেলবন্দি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে হাজির করানো হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু 'অ্যারেস্ট মেমোতে' সই করেননি অনুব্রত মণ্ডল। সেই কারণেই আসানসোলের আদালতে না গিয়ে অনুব্রত মণ্ডলকে দিল্লি কোর্টে হাজির করার ওয়ারেন্ট জারি দিল্লি রওনা দিয়েছেন ইডি আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, এই ওয়ারেন্ট জারি হলেই দিল্লি নিয়ে আসা হবে অনুব্রতকে।
সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া আসানসোল সংশোধনাগারে বন্দি অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করে ইডি। কিন্তু দীর্ঘক্ষণ জেরা করার পরেও তাঁর কাছ থেকে সদুত্তর মেলে না। এরপরই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তাঁকে জেরা করে উঠে আসা তথ্য শুক্রবার সকাল ১১ টার মধ্যে দিল্লি পৌঁছে রাজধানীর আদালতে জমা করবেন ইডি আধিকারিকরা।
এই জমা করা তথ্যের ভিত্তিতেই দিল্লি আদালতের বিচারকের কাছে অনুব্রতকে দিল্লি হাজির করানোর ওয়ারেন্ট (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করার আবেদন করা হবে। এমনকি আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি পৌঁছে দেন, সেই আবেদন করবেন ইডির আইনজীবী। সূত্রের খবর, দিল্লি আদালত অনুব্রতর নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করতে পারে, কিংবা দিল্লিতে না নিয়ে গিয়ে আসানসোল আদালতেও এই মামলার শুনানির নির্দেশ দিতে পারে দিল্লি কোর্ট।