তল্লাশি চালাবার পর অর্পিতা মুখোপাধ্যায়ের পাটুলির নেল আর্টের বিপণি সিল করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, যে আবাসনে বিপণিটি রয়েছে, তাঁর মালিককে ডেকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। দেখা যায়, ওই আবাসনের মালিক স্বয়ং এলাকার পৌরপিতা প্রসেনজিৎ দাস।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পাটুলিতে যান ইডি আধিকারিকরা। ঘণ্টা তিনেক সেই বিপণিতেই ছিলেন তাঁরা। তারই মধ্যে ইডি ডেকে পাঠায় ওই আবাসনের মালিক তথা এলাকার তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে। ইডি জানতে চায়, সেই দোকান কেনা, ভাড়া বা লিজ নেওয়ার ক্ষেত্রে কি অর্পিতাকে কোনও ধরনের সহায়তা দিয়েছিলেন কাউন্সিলর? মঙ্গলবার প্রসেনজিৎকে ডেকে ম্যারাথন জেরার পর ফের একবার নেল আর্ট পার্লারে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেখান থেকে বেরিয়ে দোকানের শাটার নামিয়ে তাতে দোকান সিল করার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার নেল আর্ট পার্লারে হানা ইডির, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি তদন্তকারীদের
উল্লেখ্য, এদিনই জোকার হাসপাতালে অর্পিতা দাবি করেন, স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে, তা তাঁর নয়। এমনকি, সেই টাকা রাখা হয়েছিল তাঁর অজান্তেই। অর্পিতার এই দাবির পরেই ফের তল্লাশি শুরু করে ইডি। পৌঁছে যায় শহরের তিন কোণে।