পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ১০ দিনের হেফাজতে নেওয়ার পর মঙ্গলবার মুখোমুখি জেরা করবে ইডি (ED)। সোমবার আদালতে ইডি জানিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে ৩০৪ পাতার একটি নথি উদ্ধার করেছে ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে একটি কালো ডায়েরি (Dairy)। ইডি সূত্রে খবর, তিনটি ভুয়ো সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অর্পিতা। কারা কারা এই দুর্নীতিতে জড়িত আছেন, তা নিয়ে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা।
সোমবার ইডি আদালতে জানায়, অর্পিতার বাড়িতে টাকা ছাড়াও একাধিক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়। সোমবার আদালতে বাজেয়াপ্ত হওয়া দ্রব্যের তালিকা পেশ করে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, অর্পিতার ওই কালো ডায়েরিতে উচ্চ শিক্ষা দফতরের (Ministry Of Higher Education) নাম লেখা ছিল। সেখানে টাকার হিসেবও লেখা ছিল বলে জানা গিয়েছে। ওই ডায়েরিতে বেশ কিছু নাম পাওয়া গিয়েছে। মঙ্গলবার মুখোমুখি জেরায় তাদের সঙ্গে এই ঘটনার কী সম্পর্ক, তা খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়া মিনিস্টার ইন চার্জ হায়ার এডুকেশন, স্কুল এডুকেশনের স্ট্যাম্প সহ খামও পাওয়া গিয়েছে। একটি খামে ৫ লক্ষ টাকা ছিল।
আরও পড়ুন: 'দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন',প্রশ্নের জবাবে পার্থ বললেন,মমতা 'ঠিক বলেছেন '
এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০৪ পাতার একটি নথি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। যার অধিকাংশ ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার। এছাড়া অর্পিতা মুখোপাধ্যায়ের নামেও একটি নথি পাওয়া গিয়েছে। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থারও নথি উদ্ধার করেছে ইডি। যে সংস্থার ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্যায়।