অনুব্রত মণ্ডলের মেয়েকে এবার দিল্লিতে তলব ইডির। সূত্রের খবর, গরুপাচার মামলায় ২৭ অক্টোবর দিল্লির ইডি দফতরে সুকন্যাকে হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যে গরুপাচার মামলায় অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে আদালতের দ্বারস্থ হয় ইডি। এবার সুকন্যাকে দিল্লিতে ইডির দফতরে ডাকা হয়েছে।
গরুপাচার মামলায় তদন্ত শুরু হতেই সুকন্যার নামে একাধিক ব্যবসার হদিশ পান তদন্তকারীরা। সুকন্যার নামে থাকা রাইস মিলের দিকেও নজর আছে ইডির। সুকন্যার নামে থাকা একটি সংস্থার নথিও চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে সংস্থার ডিরেক্টর বিদ্যুৎ গায়েন।
আরও পড়ুন: জামিন নয়, জেলেই থাকবেন জি এন সাইবাবা, নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের
অনুব্রতর নামে জমা দেওয়া চার্জশিটেও এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড কোম্পানির উল্লেখ রয়েছে। এই কোম্পানির নামেই একাধিক সম্পত্তি কেনার দাবি তদন্তকারীদের।