বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Ruhira Banerjee) তলব করেছে ইডি। ২ দিন আগে বিদেশযাত্রার সময় কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport) তাঁকে আটকে দেওয়া হয়। দুবাইগামী বিমানে দুই সন্তান-সহ রুজিরাকে উঠতে বাধা দেওয়া হয়। এবার কয়লাপাচার কাণ্ডে নিজাম প্যালেসে তাঁকে জেরা করবেন ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে রুজিরার নামে লুকআউট নোটিস জারি করা হয়। তাই তাঁকে বিদেশযাত্রায় বাধা দেয় অভিবাসন বিভাগ। যদিও বৃহস্পতিবার রুজিরা নিজাম প্যালেসে হাজিরা দেবেন কিনা, তা এখনও জানা যায়নি। সে ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেবে ইডি।
আরও পড়ুন: দক্ষিণ দমদম পুরসভায় ম্যারাথন তল্লাশি, পুর প্রশাসন থেকেও নথি উদ্ধার সিবিআইয়ের
কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি নিজাম প্যালেসে তলব করে সিবিআই। তাঁকে দীর্ঘ ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করা হয়। ইডি সূত্রে খবর, কলকাতার একাধিক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রুজিরা। সেই সংস্থার সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। ইডি সূত্রে খবর, একাধিক নথি পরীক্ষা করতে গিয়ে অভিষেক জায়ার নাাম প্রকাশ্যে আসে।