নিয়োগ দুর্নীতিকাণ্ডে শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের প্রোডাকশন হাউজের একটি ছবিতে কাজ করেছেন এই শ্বেতা। এমনকি, অয়নের কিনে দেওয়া একটি দামি গাড়িও ব্যবহার করেন তিনি। পেশায় কামারহাটি পৌরসভার ইঞ্জিনিয়র শ্বেতার সঙ্গে অয়নের আর্থিক লেনদেন বিষয়ে জানতেই এবার তাঁকে তলব গোয়েন্দাদের। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে শ্বেতা চক্রবর্তীর ব্যাঙ্কের নথিপত্র আসতেই বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে।
ইডি সূত্রে আরও খবর, কাকলি শীলের সুবাদেই শ্বেতার সঙ্গে পরিচয় অয়নের। পেশায় প্রোমোটার অয়নের ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। উল্লেখ্য, বুধবার অয়ন শীলের বাবা-মাকে একদফা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার স্ত্রী কাকলি শীল ও তাঁর ছেলে অভিষেক শীলকেও ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।
আরও পড়ুন- Abhishek Banerjee: তাঁবুতে রাত কাটিয়ে কোচবিহার থেকে 'সংযোগ যাত্রা'র সূচনা করবেন অভিষেক