স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির ঘটনায় এবার মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্নীতির ঘটনায় ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতেই তাপসকে তলব করা হয়েছে। সূত্রের খবর, তাদের দু জনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে। কুন্তল গ্রেফতার হতেই তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছিলেন তাপস। ইডির জেরায় তাপসের পাল্টা নাম নিয়েছিলেন কুন্তলও। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে তাদের দু জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
কুন্তল গ্রেফতারির পর এই দুর্নীতির ঘটনাকে ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরের সঙ্গে তুলনা টানা হয়েছে। তার মধ্যেই কুন্তলের বিরুদ্ধে অভিযোগ চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে ১৯ কোটি টাকা তোলার। ইডির হাতে গ্রেফতারের পর মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বিরুদ্ধে সরব হন কুন্তলও। তাপসের বিরুদ্ধেও পাল্টা টাকা নেওয়ার অভিযোগ করা হয়।
অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই মঙ্গলবার তাপস মণ্ডলকে তলব করল ইডি। তাপস এবং কুন্তল একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তা-ও মঙ্গলবার খতিয়ে দেখা হতে পারে বলে ইডি সূত্রে খবর। আপাতত এই মামলা দাঁড়িয়ে রয়েছে কুন্তলের বিরুদ্ধে তাপসের অভিযোগ এবং তাপসের বিরুদ্ধে কুন্তলের পাল্টা অভিযোগের উপর।