কলকাতায় কয়লাপাচার-কাণ্ডের তল্লাশিতে নেমে দক্ষিণ কলকাতার দু জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। এবার টাকা উদ্ধারের ঘটনায় দক্ষিণ কলকাতার এক হোটেল মালিককে তলব করা হল। ইডি সূত্রে খবর, আগামী বুধবার ওই ব্যক্তিকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে এই ঘটনার তদন্তে নেমে প্রথমে বালিগঞ্জ ও পরে গড়িয়াহাট থেকে ফের টাকার পাহাড় উদ্ধার করেছিল ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, তলব করা হয়েছে মনজিৎ সিং গ্রেওয়ালকে। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই মনজিতের সঙ্গেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন কোনও এক ‘প্রভাবশালী’ রাজনীতিক। সেই কারণেই তাঁর পারিবারিক ব্যবসার কাগজপত্র এবং ব্যাঙ্কের নথি-সহ দিল্লিতে ডাকা হয়েছে।
গত বুধবার বালিগঞ্জ থেকে রাতভর তল্লাশির পর ১ কোটি ৪০ লক্ষ উদ্ধার করা হয়েছিল। কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রেই এই বেসরকারি সংস্থাটির খোঁজ মিলেছে বলে দাবি ইডির। ওই সংস্থার মালিক বিক্রম সাকারিয়াকেও ইতিমধ্যে দিল্লিতে তলব করা হয়েছে।