কয়লা পাচার কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরাকে (Rujira) ইডির তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সপ্তাহে ফের দিল্লিতে তাঁদের তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি হাইকোর্টে ভিনরাজ্যে ইডির (ED) তলব করা নিয়ে মামলা করেন অভিষেক ও রুজিরা। সম্প্রতি তাঁদের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরই ফের নোটিস পাঠাল ইডি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরাকে দিল্লিতে তলব করা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় মলয় ঘটক, অনুব্রত মণ্ডলদের ওপর সিবিআই তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, নির্লজ্জভাবে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে কেন্দ্র।
আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আমরিতে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য
রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৎপর সিবিআই। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। সিবিআইয়ের আইনজীবী জানান, অসুস্থ বলে দাবি করে বারবার হাজিরা এড়ালেও মাস্ক ছাড়াই অনুব্রতকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এ নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। " তিনি বলেন, "সিবিআই, ইডির মতো সংস্থাগুলি খাঁচায় বন্দী তোতাপাখির মতো আচরণ করছে। কেন্দ্রীয় সরকার যা বলছে তাই করছে। আমাদের সিবিআই দিয়ে দমিয়ে রাখা যাবে না।"