বনি সেনগুপ্তকে ফের তলব করল ইডি। আগামী মঙ্গলবার টলিউড অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে বনিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার কুন্তলের টাকা যে বনি যে গাড়ি কিনেছেন, তার নথি-সহ হাজিরা দিতে বলা হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। আর্থিক লেনদেনর তথ্য জানার পরই তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় কোনও অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের সময় সংবাদমাধ্যমে মুখ খোলেন বনি সেনগুপ্ত। তিনি জানান, কুন্তল একবারই টাকা দিয়েছিলেন। তা দিয়ে গাড়ি কিনেছিলেন। কত টাকা দিয়েছিলেন কুন্তল, তা যদিও স্পষ্ট করে বলেননি বনি সেনগুপ্ত। সেই গাড়ির নথি নিয়ে তাঁকে ফের তলব করা হয়েছে।