১২ দিন কেটে গিয়েছে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবার তাঁর আমেরিকা নিবাসী মেয়ে সোহিনী ভট্টাচার্য (Sohini Bhattacharya) ও জামাই কল্যাণময় ভট্টাচার্যকে (Kalyanmay Bhattacharya) তলব করল ইডি। স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট দুর্নীতির মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ইডি তাঁদের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তিনি ফোন ধরেননি। মোবাইল বার্তারও জবাব দেননি।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকদের দাবি, কোটি কোটি টাকায় সরকারি চাকরি বিক্রি হয়েছে। আর সেই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। পার্থর বাড়ি থেকে কম্পিউটারের সিপিইউ, অর্পিতার ফ্ল্যাটের ২০টি মোবাইল খতিয়ে দেখেছে ইডি। সেখানে শিক্ষাক্ষেত্রে বেআইনি নিয়োগ, টাকার উৎস, প্রভাবশালী যোগ, এমন অনেক তথ্যই সামনে এসেছে কেন্দ্রীয় সংস্থার। সেই তদন্তেই এবার প্রকাশ্যে পার্থের মেয়ে ও জামাইয়ের নামও।
আরও পড়ুন: দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা, নেওয়ার লোক নেই
বৃহস্পতিবারই ইডি সূত্রে জানা যায়, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস ফ্ল্যাটে একটি ভুয়ো সংস্থার ঠিকানা নথিভুক্ত ছিল। সেই সংস্থার নাম অনন্ত টেক্সফেব প্রাইভেট লিমিটেড। সেই ফ্ল্যাট থেকেই ইডি সর্বাধিক অর্থ উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে সোনার গয়নাও। এই সংস্থার নামে অনেক জায়গায় জমি ও বাড়ি কেনা হয়েছে। এই সংস্থার ডিরেক্টর হিসেবে নাম সোহিনী ও কল্যাণময় ভট্টাচার্যের। তাই তাদের এই বিষয় জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। কল্যাণময়ের আত্মীয়ের বিষয়সম্পত্তির বিষয়ও খোঁজখবর চালাচ্ছে ইডি।
শুক্রবার ফের আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতির লুটের টাকায় বিভিন্ন সংস্থা খুলে সম্পত্তি কিনেছেন ও টাকা পাচার করেছেন পার্থ ও অর্পিতা। পার্থকে নমিনি করে অর্পিতার নাম ৩১টি জীবন বিমা করা আছে। তারও খোঁজ করছে ইডি। ২০ কোটি টাকার জীবন বিমার মধ্যে কিছু সার্টিফিকেট এককালীন প্রিমিয়াম দিয়েও কেনা বলে ইডি সূত্রে খবর। ওই পলিসি নিয়ে জানতে জীবন বিমাকেও চিঠি দেওয়া হচ্ছে। লুটের টাকা ঘুরপথে জীবন বিমায় লগ্নি হয়েছে বলে অভিযোগ ইডির