কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) ফের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (ED Summons Moloy Ghatak) দিল্লি তলব করল ইডি। এর আগেও ইডির তলব এড়িয়ে গিয়েছেন মলয় ঘটক। বুধবার নতুন করে তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। গতবছরও তাঁকে একই মামলায় দিল্লি তলব করে ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁকে ইডির দিল্লির দফতরে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি ও গরুপাচার কাণ্ডে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্যে একাধিক তদন্তে গতি বাড়িছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার কয়লাপাচার কাণ্ড নিয়ে ফের নড়েচড়ে বসেছে ইডি। মঙ্গলবারই কয়লাপাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। এরমধ্যে মলয় ঘটককে সরাসরি দিল্লি তলব করল ইডি।
আরও পড়ুন: 'বুলডোজার দিয়ে উড়িয়ে দিন, অনুমতি নেওয়ার দরকার নেই', সম্পত্তি বৃদ্ধি নিয়ে বললেন মমতা
কয়লাপাচার কাণ্ডে গত ২২ জুলাই মলয় ঘটকে দিল্লি তলব করে ইডি। বেলা ১১টার মধ্যে তাঁকে দিল্লিতে ইডির দফতরে যেতে বলা হয়। কিন্তু হাজিরা এড়িয়ে যান মলয় ঘটক।