তিন বছরের বদলে চার বছরের স্নাতক। অবশেষে জাতীয় শিক্ষানীতিতে সিলমোহর বসিয়ে দিল রাজ্য উচ্চশিক্ষা দফতর। নতুন নিয়মে চার বছর পর সরাসরি গবেষণায় সরাসরি যোগ দিতে পারবেন পড়ুয়ারা। শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে, সব সরকারি এবং বেসরকারি কলেজে এই নীতি কার্যকর করা হবে। এই শিক্ষাবর্ষ থেকে তা চালু হবে।
গত ২৪ মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। তার আগেই বুধবার রাজ্যের কলেজগুলিতে চার বছরের স্নাতকের ঘোষণা করল শিক্ষা দফতর। একইসঙ্গে জানানো হয়েছে অভিন্ন পোর্টালে অবশ্য এই বছর ভর্তি প্রক্রিয়া হবে না। শিক্ষা দফতরের এই ঘোষণায়, কলেজগুলি নিজ নিজ পোর্টালেই ভিডিও প্রক্রিয়া চালিয়ে যাবে।
ইতিমধ্যেই রাজ্যের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ও জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক পাঠক্রম চালু করেছে।