যাদবপুরকাণ্ড (JU student death ) নিয়ে এবার তৎপর শিক্ষা দফতর (Education Department) । ইতিমধ্যেই জেলাভিত্তিক অ্যান্টি ব়্যাগিং কমিটি গঠন করা হয়েছে । অ্যান্টি র্যাগিং কমিটির নেতৃত্বে থাকবেন উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারপার্সন। শিক্ষা দফতরের তরফে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ চিঠি পাঠানো হয়েছে । সেখানে ১৩ দফা নির্দেশ রয়েছে ।
জানা গিয়েছে, পুলিশ কমিশনারের কাছেও এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর ।
আরও পড়ুন, Kolkata Metro: স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, কখন থেকে শুরু পরিষেবা?
উল্লেখ্য, সোমবার বেহালায় একটি অনুষ্ঠান থেকে যাদপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আতঙ্কপুরী হয়ে গিয়েছে যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয় । আমি দুঃখিত, আমি স্তম্ভিত আমি মর্মাহত। আমি সব জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। পড়াশোনায় ওরা ভালো হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে মানুষ মানুষ হয় না, যদি তার বিবেক না থাকে, যদি সে মানবিক না হয়'