সোমবার দুপুরে SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবারই তৎপরতা বেড়েছে বিকাশ ভবনের। এই বৈঠককে বাড়তি গুরুত্ব দিচ্ছে শিক্ষা দফতর।
বিকাশ ভবন সূত্রে খবর, দুপুরের এই বৈঠকে শিক্ষামন্ত্রী থাকতে বলেছেন, শিক্ষাসচিব মনীশ জৈন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকেও থাকতে বলা হয়েছে। এদের নিয়োগের বিষয় আইনি জটিলতায় ঢুকে গিয়েছে। তাই আইন দফতরের এক আধিকারিককে ডেকেছেন শিক্ষামন্ত্রী।
শনিবারই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যস্থতায় ঠিক হয় সোমবার বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার মেয়ো রোডে ধর্না চলাকালীন রাসমনি পাত্র নামে এক চাকরিপ্রার্থী মাথার চুল কেটে ফেলেন।